Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

ছবি
শিরোনাম
৬ নং ত্রিশাল ইউনিয়ন পরিষদ কার্যালয় ও ইউনিয়নের ম্যাপ
বিস্তারিত

 ৬ নং ত্রিশাল ইউনিয়ন পরিষদ ত্রিশাল উপজেলার সাথে লাগুয়া একটি ইউনিয়ন। বর্তমান পরিষদ ভবনটি নির্মিত হয় ১৯৬৬ ইং সালে।পূর্বে পরিষদের অবস্থান ছিল নামা পাড়া বটতলায় যেখানে বর্তমানে নজরূল বিশ্ববিদ্যালয় অবস্থিত।

এক নজরে ৬নং ত্রিশাল ইউনিয়ন পরিষদ

আয়তন       - ২৯.৫০ বর্গ কিলোমিটার

গ্রাম সংখ্যা    -০৭টি

ওয়ার্ড সংখ্যা -০৯টি

মৌজা সংখ্যা -০৭টি

খানার সংখ্যা -৭,৫৩০ টি ।

মোট জনসংখ্যা - ৩০,৪৭৯ জন

(পুরুষ-১৫৮৪৬জন এবং নারী-১৪৬৩৩ জন)

পেশা -    কৃষি  -৫৬%

কৃষি শ্রমিক-১০%

দিন মজুর-০৪%

ব্যবসা-১২%

চাকুরীজীবি-১০%

অন্যান্য-৮%

ইউনিয়ন তথ্য সেবা কেন্দ্র -০১টি

নির্বাচন সংক্রান্তঃ

মোট ভোটার সংখ্যা- ২১২৬১

পুরুষ -১০৭৪৬

মহিলা- ১০৫১৫

ভোট কেন্দ্রঃ

জাতীয় সংসদ-০৯টি

স্থানীয় নির্বাচন-১০টি

বিবাহ ও তালাক রেজিষ্ট্রার নিবন্ধন কাজীর অফিস-০১টি

শিক্ষার হার - ৪০.৭১ %

কারিগরি ও বাণিজ্যিক কলেজ-০১টি

উচ্চ বিদ্যালয় -০৩টি

নিন্ম মাধ্যমিক বিদ্যালয়-০২টি

সিনিয়র মাদরাসা-০১টি

দাখিল মাদরাসা-০২টি

সরকারী প্রাথমিক বিদ্যালয়-১১টি

বেসরকারী প্রাথমিক বিদ্যালয়-০৬টি

কওমী মাদরাসা-১১টি

মসজিদ-৫৫টি

ঈদগাহ মাঠ-০৮টি

কবরস্হান-১০টি

মন্দির-০৪টি

শ্মশান -০২টি

হাট বাজার-০২টি

সেনা নিবাস (প্রশিক্ষণ কেন্দ্র)-০১টি

ইউনিয়ন স্বাস্থ্য সেবা কেন্দ্র-০১টি

কমিউনিটি সেন্টার-০৫টি

মোট জমির পরিমাণ-৭২৮৪ একর

এক ফসলী-৭০৩.৫০ একর

দুফসলী-২৬৮০ একর

তিন ফসলী -১৪০০ একর

কৃষি ব্লকের সংখ্যা-০৩টি

ইটভাটা-০৮টি

মিল/কলকারখানা-০২টি

রাইস মিল-০৫টি

গভীর নলকূপ-৩৮টি

নলকূপ-৩৬৮টি

স্বাস্থ্য সম্মত পায়খানা ব্যবহারকারী পরিবারের সংখ্যা-৭২%

স্বাস্থ্য সম্মত পায়খানা ব্যবহার করেনা পরিবারের সংখ্যা-২৮%

পাকা রাস্তা -৪৩ কি.মি.

কাঁচা রাস্তা- ৫৬ কি. মি.

বীজের সংখ্যা-২৫টি

বক্স কালভাটের সংখ্যা-৩৫টি

খালের সংখ্যা-০৪টি

বিলের সংখ্যা- ০৭টি

মুক্তিযোদ্ধা ভাতাভোগীর সংখ্যা-

বয়স্কভাতাভোগীর সংখ্যা- ৬১৮

বিধবা ভাতাভোগীর সংখ্যা- ১৬০

পঙ্গু প্রতিবন্ধী ভাতাভোগীর সংখ্যা- ৬৫

ভিজিডি কার্ডধারীর সংখ্যা-২১৮টি ।

 

গ্রামভিত্তিক লোকসংখ্যা

গ্রাম ভিত্তিক লোক সংখ্যা

ক্রনং

গ্রামের নাম

পুরু

নারী

মোট

০১

ছলিমপুর

২৬৩১জন

২৪৭৮জন

৫১০৯জন

০২

চিকনা মনোহর

২৫৩৮জন

২৩৯৪জন

৪৯৩২জন

০৩

পাঁচপাড়া

২০৪৪জন

১৮৯১জন

৩৯৩৫জন

০৪

সতরপাড়া

১০১৯জন

৯৮৭জন

২০০৬জন

০৫

আউলটিয়া

১৫৪০জন

১২৪২জন

২৭৮২জন

০৬

বাগান

৩৫২২জন

৩২৩২জন

৬৭৫৪জন

০৭

কোনাবাড়ী

২৫৫২জন

২৪০৯জন

৪৯৬১জন

সর্বমোট=

১৫৮৪৬ জন

১৪৬৩৩জন

৩০৪৭৯ জন

দর্শনীয় স্থান:

১। জাতীয় কবি কাজী নজরূল ইসলাম স্মৃতি যাদুঘর :

                                                                বিদ্রোহী কবি কাজী নজরূল ইসলাম কাজীর শিমলা থেকে ত্রিশাল নামাপাড়া এসে বিচুতিয়া বেপারী বাড়িতে লজিং ছিলেন। যে ঘরে তিনি থাকতেন সেটি আজ স্মৃতি যাদুঘরে পরিণত হয়েছে। এখানে একচি দ্বিতল বিশিষ্ট ভবন নির্মিত হয়েছে। ভবনের সামনে রয়েছে একটি পুকুর। যেখানে কবি গোসল করতেন। যাদুঘরে কবির ব্যবহৃত বিভিন্ন জিনিস পত্র রয়েছে । কবির ব্যবহৃত খাট যাদুঘরে স্থান পেয়েছে। সংস্কৃতি বিষয়ক  মন্ত্রণালয় যাদুঘরটির তত্ত্বাবধানে রয়েছে। এখানে প্রতিদিন দর্শনার্থীদের আগমন ঘটে খাকে ।

যাতায়াত ব্যবস্থা: ত্রিশাল বাসস্ট্যান্ড হতে নজরূল যাদুঘর / নামাপাড়া যাদুঘর/ বটতলা যাদুঘর এর যে কোন একটি নামে রিকসা /ভ্যান যোগে যাওয়া যাবে যাদুঘরে।

 

ইউনিয়ন পরিষদের পূর্বতন চেয়ারম্যানবৃন্দ

 



পূর্বতন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ


১। আবু জাহিদ মাসুদ

২। সোহরাব হোসেন

৩। মরহুম আঃ মতিন সরকার

৪। মোঃ আঃ রউফ

৫। মোঃ রম্নহুল আমীন

৬। মরহুম আঃ মতিন সরকার

৭। মরহুম আব্দুর রশীদ